কবি, কথাশিল্পী, গবেষক সাইফুল্লাহ মাহমুদ দুলাল প্রবাসে থাকলেও লেখালেখির ক্ষেত্রে একটুও পিছিয়ে নেই। সময় করে ঠিকই বাঙলা সাহিত্য চর্চা করে যাচ্ছেন তিনি।
প্রকাশিত বইগুলো হচ্ছে:
১. তোমার বাড়ি কত দূর (কাব্যগ্রন্থ) প্রকাশনা: অন্যপ্রকাশ। ২. কানাডার হাড়ির খবর, নাড়ির খবর (মজার মজার সংবাদধর্মী গদ্য) প্রকাশনা: সময়। ৩. কানাডার কাশিমপুরে খুনি চৌধুরী (অনুসন্ধানী/৩য় মুদ্রণ) প্রকাশনা: অনিন্দ্য। ৪. দূরের মানুষ কাছের মানুষ (স্মৃতিগদ্য), প্রকাশনা: চৈতন্য। ৫. কয়রা গ্রামে বুনো হাতি (কিশোর উপন্যাস) প্রকাশনা: পাঠাশালা। ৬. ভূতের পাসওয়ার্ড (ভুতের গল্প) প্রকাশনা: বাংলাপ্রকাশ। ৭. জাদুকর (নাটক) প্রকাশনা: পরিবার প্রকাশনী। ৮. ফোরমনের গন্ধে নেশাগ্রস্থ প্রজাপতি (কবিতা) প্রকাশনা: আবিষ্কার, কলকাতা, এবং ৯. পাখিদের গ্রামে আজ একটি গাছের সাথে সাক্ষাতকারের কথা (কবিতা), প্রকাশনা: কবিতাপাক্ষিক, কলকাতা।
বাংলাদেশ সময়: ২২৫৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
আইএ