ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

দুই মেলায় দুলালের নয়টি বই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
দুই মেলায় দুলালের নয়টি বই সাইফুল্লাহ মাহমুদ দুলালের বইয়ের প্রচ্ছদ

ঢাকা: বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের বইমেলায় নয়টি নতুন বই নিয়ে পাঠকের কাছে এসেছেন সাইফুল্লাহ মাহমুদ দুলাল।

কবি, কথাশিল্পী, গবেষক সাইফুল্লাহ মাহমুদ দুলাল প্রবাসে থাকলেও লেখালেখির ক্ষেত্রে একটুও পিছিয়ে নেই। সময় করে ঠিকই বাঙলা সাহিত্য চর্চা করে যাচ্ছেন তিনি।

এ বছর তার নয়টি বইয়ের দুটি পশ্চিমবঙ্গ থেকে, বাকি সাতটি অমর একুশে গ্রন্থমেলায়। একটি রয়েছে তৃতীয় মুদ্রণ, বাকি সব নতুন। কানাডার হাড়ির খবর, নাড়ির খবর বইয়ের প্রচ্ছদ




প্রকাশিত বইগুলো হচ্ছে:
১. তোমার বাড়ি কত দূর (কাব্যগ্রন্থ) প্রকাশনা: অন্যপ্রকাশ। ২. কানাডার হাড়ির খবর, নাড়ির খবর (মজার মজার সংবাদধর্মী গদ্য) প্রকাশনা: সময়। ৩. কানাডার কাশিমপুরে খুনি চৌধুরী (অনুসন্ধানী/৩য় মুদ্রণ) প্রকাশনা: অনিন্দ্য। ৪. দূরের মানুষ কাছের মানুষ (স্মৃতিগদ্য), প্রকাশনা: চৈতন্য। ৫. কয়রা গ্রামে বুনো হাতি (কিশোর উপন্যাস) প্রকাশনা: পাঠাশালা। ৬. ভূতের পাসওয়ার্ড (ভুতের গল্প) প্রকাশনা: বাংলাপ্রকাশ। ৭. জাদুকর (নাটক) প্রকাশনা: পরিবার প্রকাশনী। ৮. ফোরমনের গন্ধে নেশাগ্রস্থ প্রজাপতি (কবিতা) প্রকাশনা: আবিষ্কার, কলকাতা, এবং ৯. পাখিদের গ্রামে আজ একটি গাছের সাথে সাক্ষাতকারের কথা (কবিতা), প্রকাশনা: কবিতাপাক্ষিক, কলকাতা। ভূতের পাসওয়ার্ড বইয়ের প্রচ্ছদ

বাংলাদেশ সময়: ২২৫৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।