সোমবার (৬ ফেব্রুয়ারি) বাংলা একাডেমি চত্বরের ৭৭ নম্বর স্টলে দর্শনার্থীদের পরামর্শ দিচ্ছেন কপিরাইট পরিদর্শক মোরাদ হোসেন খান ও কপিরাইট অ্যাসিসট্যান্ট এক্সামিনার শ্যামলী কবীর।
মোরাদ হোসেন খান বাংলানিউজকে বলেন, অনেকেই কপিরাইট সম্পর্কে জানেন না।
সেখানে সেবা নিতে আসা ড্যাফোডিল ইউনিভার্সিটির ছাত্র রকিবুল আলম বাংলানিউজকে বলেন, আমি একটি গেমসের অ্যাপস বানিয়েছি। কপিরাইট সম্পর্কে আমি তেমন কিছুই জানি না। মেলায় এসে স্টলটি দেখে এ সম্পর্কে জানতে এলাম।
স্টলটির প্রচারপত্র থেকে জানা যায়, সাহিত্য, সফটওয়্যার, ওয়েবসাইট, মোবাইল অ্যাপস, শিল্প, নাটক, সংগীত, চলচ্চিত্র প্রভৃতি বিষয়ে কপিরাইট নিবন্ধন করা যায়।
কপিরাইট নিবন্ধন করলে যেসব সুবিধা রয়েছে তারমধ্যে অন্যতম হলো- নিজের ও উত্তরাধিকারীর সুরক্ষা নিশ্চিত করা, আইনগত জটিলতায় মালিকানার প্রমাণপত্র হিসেবে কপিরাইট সনদ ব্যবহার করা যায়, উত্তরাধিকারীদের রয়্যালিটি পাওয়ার ক্ষেত্রে স্বত্বাধিকারী মারা যাওয়ার পরও ৬০ বছর পর্যন্ত নিশ্চিত করা ইত্যাদি প্রধান।
বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
এমএইচকে/এএ