একই সঙ্গে উঠে এসেছে একাত্তরে নির্যাতিতা এক যুবতীর জীবনকাহিনী।
বর্তমান থেকে পেছনে ফিরে ৭১ পর্যন্ত এই উপনাসের ব্যপ্তিকাল।
বইমেলায় 'সাহিত্য বিকাশ'র ৩২৬ ও ৩২৭ নম্বর স্টলে (সোহরাওয়ার্দী উদ্যান) উপন্যাসটি পাওয়া যাবে। উপন্যাসটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।
'ভালোবাসি আজো তোমাকেই' উপন্যাসে ঠিক এই সময়কার একজন কর্মজীবী তরূণীর প্রেমের অনুভূতিগুলো তুলে ধরা হয়েছে। তরূণীর কর্মব্যস্ত জীবনে আসে দু'জন প্রেমিক পুরুষ। এক পুরুষ তরূণীর মন হরণ করে দূরে চলে যায়। আর অন্য পুরুষের সঙ্গে তরূণীর ব্যস্ত দিনগুলো কাটতে থাকে। একটা সময় পর তরূণীর প্রত্যাশিত প্রেমিক পুরুষ তার কাছে ফিরে আসে। তরুণীও তাকে কাছে টেনে নেয়। এভাবেই দুই হৃদয়ের ভালোবাসা পূর্ণতা পায়।
বইমেলায় 'দোয়েল প্রকাশনী'র ৩২৮ নম্বর স্টলে (সোহরাওয়ার্দী উদ্যান) উপন্যাসটি পাওয়া যাবে। উপন্যাসটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।
বাংলাদেশ সময়: ০৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
এসএনএস