ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বইমেলা

ব্রেইল কবিতা সংকলন ‘স্পর্শছুরি’র প্রকাশনা অনুষ্ঠান 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
ব্রেইল কবিতা সংকলন ‘স্পর্শছুরি’র প্রকাশনা অনুষ্ঠান  স্পর্শছুরি

এ সময়ের আলোচিত ২৯ জন কবির কবিতা দিয়ে প্রকাশ হয়েছে ‘স্পর্শছুরি’ নামে ব্রেইল কবিতা সংকলন। 

ফারাহ্ সাঈদ ও রুহুল মাহফুজ জয়ের সম্পাদনায় প্রকাশিত সংকলনটির পাঠন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান উৎসব শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বইমেলায় ‘স্পর্শ ব্রেইল প্রকাশনা’র স্টলের (বাংলা একাডেমি চত্বর থেকে বের হবার মুখে) সামনে অনুষ্ঠিত হবে।

সম্পাদকদ্বয়ের পক্ষ থেকে বলা হয়, যে মানুষগুলো তাদের ইন্দ্রিয়ের সবটুকু দিয়ে সাহিত্যের স্বাদ নেন, তারা নিশ্চয় সাধারণ পাঠক নন।

দৃষ্টিহীন পাঠকরা বর্তমান সময়ের কবিতার স্বাদ একদমই পাননি। বাংলা কবিতার বদলের সঙ্গে তাদের পরিচয় নেই বললেই চলে। আমাদের মনে হয়েছে, দৃষ্টিহীন পাঠকদের কাছে বাংলাদেশের বর্তমান কবিতা পৌঁছে দেওয়া উচিত। সেই তাগিদ থেকে বইটি দৃষ্টিহীন পাঠক ও তাদের নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থায় বিনামূল্যে পৌঁছে দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
এসএনএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।