ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বইমেলা

শব্দশৈলী থেকে রোশনীর একজন চাঁদকপালি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
শব্দশৈলী থেকে রোশনীর একজন চাঁদকপালি বইয়ের প্রচ্ছদ (ছবি: সংগৃহীত)

উপন্যাসের গল্পটা খুব সহজ, আমাদের সবার সঙ্গেই এমন ঘটছে রোজ! এক জীবনে ভালোবাসা বারবার আসে, তবুও ভালোবাসার প্রতিটি গল্পই আলাদা!

সেই গল্প ভালোবাসা খুঁজে পাওয়ার গল্প, বাঁচিয়ে রাখার গল্প কিংবা ভালোবাসা ভুলে যাওয়ার গল্প হয়ে রয়ে যায়। দিন শেষে তবুও ভালোবেসে যাওয়ার গল্প! এই নিয়েই স্নিগ্ধা আফসানা রোশনীর উপন্যাস ‘একজন চাঁদকপালি’।

এবারের অমর একুশে গ্রন্থমেলায় শব্দশৈলী (স্টল ৩৫৭-৫৮-৫৯) বের করেছে বইটি। বইয়ের মলাট মূল্য ১৫০ টাকা, রয়েছে ৩০ শতাংশ ছাড়। প্রকাশক ইফতেখার আমিন, প্রচ্ছদ করেছেন সোহেল আনাম।

এটি লেখিকার তৃতীয় গ্রন্থ। এর আগে গল্পের ‘আষাঢ়ে জোছনা’ ও ‘জল-জোছনার শহর’ লিখে পাঠক প্রিয়তা পান তিনি।

লাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।