ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বইমেলা

‘জীবন রহস্য’ বইয়ের মোড়ক উন্মোচন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
‘জীবন রহস্য’ বইয়ের মোড়ক উন্মোচন ‘জীবন রহস্য’ বইয়ের মোড়ক উন্মেচন/ছবি-বাংলানিউজ

ঢাকা: বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক রচিত ‘জীবন রহস্য’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, কথা সাহিত্যিক ও জাতীয় শিশু একাডেমির চেয়ারম্যান সেলিনা হোসেন ও কবি আল মুজাহিদী।

মোড়ক উন্মেচন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল, ইত্তেফাকের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. নজরুল ইসলাম মোড়ল, প্রকাশনা প্রতিষ্ঠানের মাসিক গোলাপকুঁড়ির সম্পাদক মুহাম্মদ মুনতাসির আলী প্রমুখ।

বক্তারা লেখকের শতায়ু কামনা করেন।

তারা বলেন, লেখক আব্দুল মালিক প্রচার বিমুখ মানুষ, তার মধ্যে অন্যন্য সাধারণ মানবিক গুণাবলি রয়েছে।

বইটিতে লেখক ব্রিটিশ আমল থেকে স্বাধীন বাংলাদেশ পর্যন্ত কিছু ইতিহাস, চিকিৎসা বিজ্ঞান, শিক্ষা, মানব ও বিশ্ব সৃষ্টির রহস্য, ধর্ম, মানবিকতার নানা দিক সহজ উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেছেন।

অনুষ্ঠানে লেখক বলেন, আমি লেখক নই, জীবনে অর্জিত অভিজ্ঞতা থেকে কিছু কথা তুলে ধরেছি।

তিনি বলেন, জীবন প্রবাহে কতটুকু সফল হবে, তা নির্ভর করে কর্ম প্রচেষ্টার ওপর। ধর্ম সুশৃঙ্খল ও নৈতিক জীবনবোধে উজ্জীবিত করে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
এমইউএম/এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।