পাখিরা আমাদের মতো কথা বলে না। কিন্তু ময়না পাখি আমাদের শেখানো কথা বলে।
খাঁচাবন্দি পাখিটির ঈদে যাওয়ার কথা শুনে ছোট্ট সোনামণি নিলু তাকে মুক্ত করে দিলো। ওমনি পাখিটি ফুড়ুৎ করে উড়াল দিলো। খাঁচা থেকে মুক্তি পেলেও সে কিন্তু নিলুদের ছেড়ে যায়নি!
ময়না পাখির ঈদ বইতে একটি পাখি, নিলু ও একটি পরিবারের সেই গল্পই বলেছেন লেখক মোহাম্মদ ইকবাল হোসেন।
তিনি বলেন, একটি পাখি, নিলু ও একটি পরিবারে পাখিটিকে নিয়ে যে গল্পটি আমি বলার চেষ্টা করেছি- তাতে আশা করছি, কোমলমতি শিশুরা বেশ আনন্দ পাবে এবং তারা কিছু শিখবে।
‘ময়না পাখির ঈদ’ বইটির প্রচ্ছদ এবং চিত্রশিল্পী নিয়াজ চৌধুরী তুলি। রাত্রি প্রকাশনী থেকে প্রকাশিত শিশুতোষ গ্রন্থটির গায়ের মূল্য ধরা হয়েছে ৮০ টাকা।
বইমেলার ৩১৪ নম্বর স্টল থেকে ২৫ শতাংশ ছাড়ে বইটি কেনা যাবে।
বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
এসএনএস