পিনাকি দাসগুপ্ত তার এই সৃষ্টি সম্পর্কে বলেন, ‘শরণার্থী ক্যাম্পের দিনগুলো’ উপন্যাসটি স্বাধীনতা যুদ্ধের মানবিক দলিল।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় একটি উপজেলার সাধারণ মানুষের উপর পাকিস্তানি হানাদারদের নির্মম নির্যাতনের ঘটনা উঠে এসেছে বইটিতে।
বইটির বিষয়বস্তুতে বলা হয়েছে, ১৯৭০ সালের সাধারণ নির্বাচনের সময় শেফালীর নেতৃত্বে কাগজ দিয়ে নৌকা বানিয়ে মিছিল খেলা, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সামরিক বাহিনীর পূর্ব পাকিস্তানে বাঙালি নিধন, বাগেরহাট জেলায় পাকিস্তানি সেনাদের হামলা, হানাদার বাহিনীর দেশীয় দোসরদের গ্রামে গ্রামে হামলা ও লুটপাট ও নির্বিচারে মানুষকে ধরে নিয়ে গিয়ে হত্যার চিত্র।
সেইসঙ্গে ভারতের শরণার্থী ক্যাম্পের কঠিন বাস্তবতা উঠে এসেছে ‘শরণার্থী ক্যাম্পের দিনগুলো’তে।
দেশ পাবলিকেশন্সের প্রকাশক অচিন্ত চয়ন বাংলানিউজকে বলেন, বইটিতে মুক্তিযুদ্ধের সময়ের শরণার্থী শিবিরের একটি প্রেক্ষাপট উঠে এসেছে। যেটা একটি দলিলও বটে। গত ১২ ফেব্রুয়ারি থেকে বইটি মেলায় পাওয়া যাচ্ছে বলে জানান তিনি।
বইটির প্রচ্ছদ করেছেন শতাব্দী জাহিদ। বইটির মূল্য ধরা হয়েছে ১৫০ টাকা। মেলা চলাকালীন ২৫ শতাংশ কমিশনে নেওয়া যাবে বইটি।
বাংলাদেশ সময়: ০৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
এমএন/আরআর/জিপি