এবারের অমর একুশে গ্রন্থমেলায় নতুন চারটি বই বেরিয়েছে পিয়াস মজিদের। এর মধ্যে কবিতার বই ‘নিঝুম মল্লার’; প্রকাশ করেছে পাঞ্জেরী পাবলিকেশন্স।
বইটি সম্পর্কে বলতে গিয়েই সামগ্রিক কাব্য আলোচনা সামনে আনলেন কবি। বাংলানিউজকে তিন বলেন, কবিতার ক্রেতা নেই, এটা চলতি কথা। কিন্তু মানুষ কবিতা কোনো না কোনোভাবে পড়ছেনই। আবৃত্তি, শোনা, পত্রিকা-ম্যাগাজিন কিংবা অন্য কোথাও- কবিতা মানুষের কাছে সবসময়েরই পাঠ্য। যারা শুনছেন তারাও তো পাঠক। সামগ্রিক এই পাঠকের সংখ্যা কম কিসে!
বর্তমানে মানুষের একক কোনো বিষয়ে আগ্রহ নেই উল্লেখ করে তিনি বলেন, মানুষ তার মনের ভাব কেবল কবিতার মধ্যে পেলো; তাই কবিতাই পড়লো তা নয়। সব কিছুই এখন পাঠ্য। পারতপক্ষে যাপিত জীবনের গল্পই মানুষকে সাহিত্য হিসেবে বেশি টানে; সেটা যে কোনো মাধ্যমেই হতে পারে।
নতুন লেখকদের উদ্দেশ্যে পিয়াস মজিদ বলেন, জীবনানন্দ দাশ যখন বই বের করেন, তখন তারও চ্যালেঞ্জ ছিল। সুতরাং চ্যালেঞ্জ থাকবেই। তবে এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যম, ব্লগ আছে। একজন মানুষ চাইলেই তা প্রকাশ করে দিতে পারেন; কোনো বাধা নেই। লিখতে লিখতে যদি সে ভালো লেখক হয়ে উঠতে পারে তাতেই তো সমাজের উন্নতি।
এবার মেলায় পিয়াস মজিদের আরও তিন বইয়ের মধ্যে অন্যপ্রকাশ থেকে বেরিয়েছে স্মৃতিকথা নিয়ে ‘স্মৃতিসত্তার সৈয়দ হক’; প্রচ্ছদ এঁকেছেন চারু পিন্টু।
মাওলা ব্রাদার্স বের করেছে ‘মনীষার মুখরেখা’। এটি প্রবন্ধগ্রন্থ। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।
এছাড়া চতুর্থ বইটি হলো ‘প্রাণের পত্রাবলি’; যা তারিক সুজাতের সঙ্গে তার যৌথ সম্পাদনার বই। বের করেছে জার্নিম্যান।
বাংলাদেশস সময়: ১৭২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
আইএ/জেডএম