ঢাকা, শুক্রবার, ৩০ কার্তিক ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

শেষ দিনে বই কেনা তালিকা ধরে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
শেষ দিনে বই কেনা তালিকা ধরে শেষদিনের বইমেলা-ছবি-ডি এইচ বাদল

ঢাকা: কিছু সময়ের মধ্যেই নামছে পর্দা। সর্বস্তরের মানুষের মিলনমেলা খ্যাত অমর একুশে গ্রন্থমেলার শেষ দিনটা তাই যেন একটু অন্য রকম। ভিড় আছে, আছে তাড়া। এ তাড়া প্রাণের মেলা শেষের যেমন, ঠিক তেমনি বই কেনারও। 

বাংলা একাডেমি আয়োজিত মাসব্যাপী গ্রন্থমেলার জন্য ফের এক বছর অপেক্ষা করতে হবে বইপ্রেমীদের।  

২৮তম দিনে দ্বার খুলে বেলা ১১টায়।

তখন থেকেই মেলায় বইপ্রেমী ক্রেতা-দর্শনার্থীর ভিড়। অভিভাবকের হাত ধরে আসছে সোনামণিরাও। আর বড়রা তালিকা ধরে নতুন বই কেনায় মগ্ন।

বরাবরের মতো এবারও মেলায় কবিতার বই বেশি প্রকাশ করা হয়েছে। তবে বিক্রি কম।  

সুষমা পারভীন নামের এক পাঠক বাংলানিউজকে বলেন, শেষদিনে কিছু নির্দিষ্ট বই কেনার জন্য এসেছি। এর মধ্যে কিছু তরুণ লেখকদের বইও আছে।
 
চারুলিপি প্রকাশনের প্রকাশক হুমায়ুন কবীর বাংলানিউজকে বলেন, সকাল-দুপুরের তুলনায় ক্রেতা মোটামোটি আছে, তবে সন্ধ্যায় অনেক বাড়বে।

মেলার পর্দা নামবে রাত সাড়ে ৮টায়।

গত ২৭ দিনে বইমেলায় এ পর্যন্ত মোট বই প্রকাশ হয়েছে ৩ হাজার ৪৬৬টি। এর মধ্যে গল্পের ৪৭৮টি, উপন্যাস ৫৪৬টি, প্রবন্ধ ১৫৮টি, কবিতা ১ হাজার ৫৮টি, গবেষণাধর্মী ৭৭টি, ছড়ার ১১১টি, শিশুতোষ ১১৬টি, জীবনী ৬৯টি, রচনাবলী ৭টি ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই ৯৬টি।

এছাড়া নাটক ১৭, বিজ্ঞান ৩৬, ভ্রমণ ৬৬, ইতিহাস ৩৯, রাজনীতি ১৭, চিকিৎসা/স্বাস্থ্য বিষয়ক ২৮, কম্পিউটার বিষয়ক ৬, রম্য/ধাঁধার বই ১৫, ধর্মীয় ৯, অনুবাদ ১৮, অভিধান ২, সায়েন্স ফিকশন/ গোয়েন্দা ৩৪ ও অন্যান্য ৪৬৩ বই বেরিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
ইইউডি/আরআর/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।