মামা’র হাত ধরে মেলায় এসেছে সোনামণি আদিবা বুশরা। সে বাংলানিউজকে বলে, আজ সিসিমপুরের বন্ধুরা আসবে।
বেলা ১১টা থেকে শিশু প্রহর শুরু হওয়ার কথা থাকলেও পরবর্তীতে তা সাড়ে ১১টা থেকে শুরুর কথা জানান আয়োজকরা। তবে শিশু প্রাঙ্গণে ২য় দিনের মেলা শুরুর সকাল থেকেই শিশুদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
এ সময় তারা শিশু চত্বরের নান্দনিক মঞ্চে অন্যান্য বন্ধুদের সঙ্গে আনন্দ আয়োজন ও উচ্ছ্বলতায় মেতে ওঠে। বাবা-মাও সন্তানদের নিয়ে এ আয়োজনে আসতে পেরে ভীষণ আনন্দিত বলে জানিয়েছেন বাংলানিউজকে।
এদিন শিশু প্রহর মূল আকর্ষণ থাকলেও সকালেই মেলার অন্যান্য স্টলগুলোতেও জনসমাগম ছিলো চোখে পড়ার মতো। ছুটির দিন হিসেবে আজ তাই মেলা অনেকাংশেই জমে উঠবে বলে মনে করছেন আয়োজকেরা।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৮
এইচএমএস/জেডএস