ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

গ্রন্থমেলার দ্বিতীয় দিনে কবিতার বই বেশি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৮
গ্রন্থমেলার দ্বিতীয় দিনে কবিতার বই বেশি বই দেখতে ব্যস্ত এক ক্ষুদে পাঠক/ছবি: হারুন

ঢাকা: অমর একুশে গ্রন্থমেলার দ্বিতীয় দিন কবিতার বই বেশি এসেছে। এদিন মোট ৫৪টি বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। যার মধ্যে ১৯টি কবিতার।

বাংলা একাডেমির জনসংযোগ শাখার তথ্যমতে, শুক্রবার মেলার দ্বিতীয় দিন গল্পের বই ৪টি, উপন্যাস ৩টি, প্রবন্ধ ৩টি, কবিতা ১৯টি, গবেষণা ২টি, শিশুতোষ ৩টি, মুক্তিযুদ্ধ ২টি, ভ্রমণ ২টি, ধর্মীয় ১টি, অনুবাদ ১টি, অন্যান্য ৯টি মোট ৫৪টি বই এসেছে।

শুক্রবারের মতো শনিবারও মেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।

 

বিকেল ৪টায় মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে খান বাহাদুর আহছানউল্লা শীর্ষক আলেচনা। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত থাকবে শিশুপ্রহর।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
ইইউডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।