শনিবার (৩ ফেব্রুয়ারি) গ্রন্থমেলার তৃতীয় দিনে বাংলা একাডেমি প্রাঙ্গণে পুলিশের স্টলে গিয়ে দেখা যায়, মেলায় আগত বইপ্রেমীরা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্তৃক লিখিত বই দেখছেন। আর স্টলে থাকা পুলিশ সদস্যরা ‘পুলিশ আইন’ সম্পর্কে তাদের ধারণা দিচ্ছেন।
স্টলের দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, পুলিশ আইন নিয়ে প্রকাশিত বই ৫০ ভাগ কমিশনে বিক্রি করা হচ্ছে। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ‘পুলিশ আইন সহায়িকা’ যেটিতে ৪০ ভাগ কমিশন দেয়া হচ্ছে।
এছাড়া পুলিশের সাবেক আইজিপি একেএম শহীদুল হকের ‘কমিউনিটি পুলিশ’, গুলশান জোনের উপ-পুলিশ কমিশিনার মোশতাক আহমেদের ‘নিরাপত্তা হ্যান্ডবুক’ ও ‘বাংলাদেশ পুলিশ লেখক অভিধান’ বইয়ের বিক্রি ভালোই জানালেন তারা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র জোবায়ের চৌধুরী বাংলানিউজকে বলেন, পুলিশের এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসা করার মতো। আমরা শুধু পুলিশের নেগেটিভ বিষয় দেখি। কিন্তু জনস্বার্থে পুলিশ অনেক কাজ করলেও তা আড়ালে থেকে যায়। বইমেলায় পুলিশের স্টল থাকাতে পুলিশি সেবা সম্পর্কে সবাই সহজে জানতে পারবে।
স্টলের সার্বিক দায়িত্বরত নায়েক কামরুল হাসান বাংলানিউজকে বলেন, আমরা ব্যবসায়িক উদ্দেশে এখানে বসিনি। জনগণকে পুলিশের সহায়তা সম্পর্কে সচেতন করাই আমাদের লক্ষ্য।
বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮
এসকেবি/এসএইচ