এছাড়া উপন্যাস ২৯টি, গল্প ২০টি, প্রবন্ধ ৬টি, ছড়া ১টি, শিশুসাহিত্য ৫টি, জীবনী ৪টি, ভ্রমণ ২টি, ইতিহাস ৫টি, স্বাস্থ্য ১টি, অভিধান ১টি, মুক্তিযুদ্ধ ৩টি, বিজ্ঞান ২টি, নাটক ১টি, সায়েন্স ফিকশন ৩টি ও অন্যান্য ১২টি বই।
এর মধ্যে আনিসুল হকের ‘ছোট ছোট কিশোর গল্প’ অনন্যা প্রকাশন; শামসুজ্জামান শামসের ‘ছোটদের মুক্তিযুদ্ধের ইতিহাস’, ‘ছোটদের ভাষা আন্দোলনের ইতিহাস’ শোভা প্রকাশনী; মাহবুবুল হাসানের অভিধান চট্টগ্রামী বাংলা-ইংরেজি অ্যাডর্ন পাবলিকেশন; আ ন ম আব্দুস সোবহানের মুক্তিযুদ্ধ: ফরিদপুর (বৃহত্তর ফরিদপুর) অফিসার ব্রাদার্স প্রকাশনী; ইমদাদুল হক মিলনের ‘বুমার বাড়িতে ভূতের উপদ্রব’ পাঞ্জেরি পাবলিকেশন উল্লেখযোগ্য।
বুধবার (৭ ফেব্রুয়ারি) অমর একুশে গ্রন্থমেলার সপ্তম দিন। মেলা চলবে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত।
বিকেল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে কবি আবদুল গফ্ফার দত্ত চৌধুরী শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন শুভেন্দু ইমাম। আলোচনায় অংশ নেবেন আলী মোস্তাফা চৌধুরী, জফির সেতু ও মোস্তাক আহমাদ দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ভীষ্মদেব চৌধুরী। সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮
এসকেবি/এএ