ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

মেলায় অন্যস্বরের কাব্যগ্রন্থ ‘চন্দ্রচূর্ণ’

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৮
মেলায় অন্যস্বরের কাব্যগ্রন্থ ‘চন্দ্রচূর্ণ’ চন্দ্রচূর্ণ কাব্যগ্রন্থের প্রচ্ছদ

ঢাকা: ওক্তাবিও পাসকে রবার্ট ফ্রস্ট বলেছিলেন, প্রত্যেক কবি জন্ম নেন নিজস্ব কিছু বলবার জন্যে এবং তার আদি দায়িত্ব হলো পূর্বজদের অস্বীকার করা, তাদের অলঙ্কারাদি পরিত্যাগ করা।

কবি সাইফুল ভূঁইয়া ফ্রস্টের কথা সানুধ্যান পাঠ ও আত্মসাৎ করেছেন বলে মনে হয়। তবে তিনি তার কাব্যসাধনায় যে নতুন পথে হেঁটেছেন সেখানে অগ্রজদের অস্বীকার করেননি; বরং একসঙ্গে চলতে চলতে কৌশলে আলাদা পথ বেছে নিয়েছেন।

কবিতায় লেখকের শব্দচয়ন, উপমার প্রয়োগ ও বিষয়বস্তু নির্বাচনে যে নতুনত্ব তা কবিতার সচেতন পাঠকমাত্রই ধরতে পারবেন। অত্যন্ত সরল বিন্যাসে অপূর্ব ব্যঞ্জনা সৃষ্টি করে তার কাব্যভাষা। যেমন তিনি বলছেন, ‘মেঘ ভেবে আস্তিন ধরে টানে/ পথের পাশের পুকুর/ বাড়ি ফেরা হলো না আর...’

বর্তমান সময়ের কবিতা থেকে পাঠের আনন্দ উঠে যাচ্ছে বলে যে অভিযোগ ওঠে সমসাময়িক অনেক কবির ক্ষেত্রে, তখন তা খণ্ডন করেছেন সাইফুল ভূঁইয়া। লিখছেন বহুদিন থেকেই নিজের মতো করে একান্তে। ফলে প্রকাশ যখন ঘটছে তখন একজন পরিণত কবিকেই পাচ্ছেন পাঠক।

‘চন্দ্রচূর্ণ’ এ লেখকের দ্বিতীয় কাব্যগ্রন্থ। ২০১৮ সালের অমর একুশে গ্রন্থমেলায় বইটি প্রকাশ করেছে মূর্ধন্য প্রকাশনী। প্রচ্ছদ এঁকেছেন মোস্তাফিজ কারিগর।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৮
এইচএমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।