মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৬৪৮ নম্বর স্টল চয়ন প্রকাশনীতে বইটি পাওয়া যাচ্ছে। বইয়ে পনেরটি গল্প পাঁচ ভাগে বিভক্ত করা হয়েছে।
বইটি সম্পর্কে জীগল মণ্ডল বলেন, প্রত্যেক লেখকের একটা চেষ্টা থাকে, সেটা তার লেখা ইউনিক করা। আমিও চেষ্টা করেছি। গল্প বই পড়তে গিয়ে আমার একটা সমস্যা হতো। সূচিপত্রে। কোনটা কোন ধরনের গল্প বুঝতে পারতাম না। সেজন্য ‘পার্শ্বচরিত্র’ বইয়ে গল্পগুলো বিষয় অনুসারে ভাগ করা।
জীগল মণ্ডলের জন্ম নেত্রকোনার সাখুয়ার ইন্দ্রাপুরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যয়নরত।
বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৮
এসকেবি/এএ