ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

মেলায় মেহেদী শামীমের ‘তল্পিতল্পার গল্প’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
মেলায় মেহেদী শামীমের ‘তল্পিতল্পার গল্প’ ‘তল্পিতল্পার গল্প’ গ্রন্থের প্রচ্ছদ

ঢাকা: অমর একুশে গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে মেহেদী শামীমের তৃতীয়  গ্রন্থ ‘তল্পিতল্পার গল্প’। প্রকাশ করছে ছিন্নপত্র প্রকাশনী। ছোটগল্পের এ বইটি মলাটবন্দি হয়েছে আটটি ছোটগল্প নিয়ে।

২০১৪ সালে লেখকের প্রথম কবিতার বই ‘বোধের ব্রেকিং নিউজ’ ত্রয়ী প্রকাশনী থেকে প্রকাশিত হয়।  

‘তল্পিতল্পার গল্প’ নিয়ে মেহেদী শামীম বলেন, কখনো ভালো থাকার নেশায় বুঁদ হওয়া একটা মানুষের গল্প লেখা হয়েছে বইটিতে।

আবার কখনো গল্পের মানুষগুলোর মধ্যে টানাপড়েন চলেছে ক্ষমতায় থাকার অথবা সুখে থাকা নিয়ে। কোনো কোনো গল্প অমীমাংসিত, তবে পাঠকের কাছে থাকবে অনেক অপশন; তারা তাদের মতো করে নির্মাণ করতে পারবে পরিণয়। ’

সব ধরনের বই পেতে পারেন অনলাইনেও, ভিজিট করুন https://www.rokomari.com/book

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।