ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

একুশে গ্রন্থমেলায় মোস্তফা মামুনের ৫ বই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
একুশে গ্রন্থমেলায় মোস্তফা মামুনের ৫ বই মোস্তফা মামুনের তিনটি বইয়ের প্রচ্ছদ

ঢাকা: এবারের অমর একুশে গ্রন্থমেলায় এসেছে লেখক, সাংবাদিক মোস্তফা মামুনের পাঁচটি বই।

উপন্যাস ক্যাম্পাস ১৯৯৫ ও সেরা সাত কিশোর উপন্যাস নিয়ে এসেছে অনন্যা প্রকাশনী। দাম ৩০০ ও ৬০০ টাকা।

কিশোর গোয়েন্দা তনু কাকা সিরিজের রূপালী রাজপ্রাসাদ ও তনু কাকা সমগ্র এনেছে পার্ল পাবলিকেশন্স। বই দু’টির দাম রাখা হয়েছে ২০০ ও ৫০০ টাকা।

মেলায় আরও পাওয়া যাচ্ছে আলোঘর প্রকাশনী থেকে প্রকাশিত মামুনের কিশোর অ্যাডভেঞ্চার বুলেট বাহিনী।

মোস্তফা মামুনের বইয়ের প্রচ্ছদএখন পর্যন্ত ৮০টির মতো বই প্রকাশ হলেও সবচেয়ে বেশি পাঠক প্রিয়তা পায় তার ক্যাডেট নম্বর ৫৯৫, কলেজ ক্যাপ্টেন, ভাইস প্রিন্সিপাল স্যার, দ্বিতীয় প্রিয় মানুষ, রিমি আজ চলে যাবে, বাবা বিরোধী কমিটি ও গাধা জহির মাস্তান রাজিব। এসব উপন্যাসের পাশাপাশি রয়েছে গোয়েন্দা সিরিজ তনু কাকা।

পেশায় ক্রীড়া সাংবাদিক মোস্তফা মামুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। এর আগের পড়াশোনা সিলেট ক্যাডেট কলেজে। জন্ম ও বেড়ে ওঠা মৌলভীবাজার কুলাউড়ায়।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।