ক্লাসের পাশের বেঞ্চের বন্ধুটি কিভাবে ফার্স্ট হয় বা পেশাজীবনে পাশের ডেস্কের সহকর্মীটি কেন দ্রুত পদোন্নতি পায়? পিছনের সারির কেউ কেউ কখনো কখনো কেন এগিয়ে যায়? কোন জাদুর বলে কেউ কেউ তুমুল জনপ্রিয় ব্যক্তি হয়ে ওঠে? হ্যামিলিনের বাশিওয়ালার মত কোন কোন নেতা কিভাবে টেনে নিয়ে যায় শত সহস্র অনুসারীদের? কি এমন যোগ্যতা বা ক্ষমতা যা সফলদের মধ্যে নিহিত থাকে, ব্যর্থদের মধ্যে নেই? এই অজানা অদৃশ্য শক্তিকেই কি অদৃষ্ট বলে? নাকি অন্য কোনো ফ্যাক্টর জড়িত? এই অজানা ফ্যাক্টরকে ‘এক্স’ ধরে মানুষের ভিতরের প্রচন্ড অথচ প্রচ্ছন্ন ক্ষমতাকে বৈজ্ঞানিক বিশ্লেষণ, যুক্তি, উক্তি ও উদাহরণর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন লেখক নাজমুল হুদা।
মোট আটটি অধ্যায় বা ফ্যাক্টরে ভাগ করা হয়েছে পুরো বইটিকে।
‘এক্স ফ্যাক্টর-নিজেকে জানার অজানা সূত্র’ বইটি প্রকাশ করেছে 'আলোঘর'। বইটির মুখবন্ধ লিখেছেন বাংলাদেশ ব্যাংক এর সাবেক গভর্নর, উন্নয়ন গবেষক ও বাংলা একাডেমি পদকপ্রাপ্ত লেখক ড.আতিউর রহমান। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। বইটির মূল্য ধরা হয়েছে ১৫০ টাকা। বইমেলায় আলোঘর প্রকাশনীর ৪২০ নং স্টল এবং অনলাইনে রকমারি থেকে বইটি সংগ্রহ করা যাবে।
প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন career.banglanews@gmail.com ঠিকানায়। বাংলানিউজের সাথেই থাকুন...