ঐতিহ্য (প্যাভিলিয়ন ১৬) থেকে বের হয়েছে ‘বাঘ আসছে’। বিখ্যাত শিকারি কেনেথ অ্যান্ডারসনের পাঁচটি কাহিনী এতে স্থান পেয়েছে।
ইকরিমিকরি (স্টল ৫৩১) থেকে বের হয়েছে ‘অনেক অনেক দিন আগে হুক্কা টানতো বাঘে’। এতে বাঘ নিয়ে মোট ১১টি উপকথা রূপান্তর করেছেন ইশতিয়াক হাসান এবং নাবীল অনুসূর্য। আর বইটিতে নজর কাড়া সব ছবি এঁকেছেন মানব গোলদার।
সেবা প্রকাশনী (স্টল ৫৯২-৯৩) থেকে বের হয়েছে ইশতিয়াক হাসানের অপর দু’টি বই। ‘সত্য হরর কাহিনি: প্রেতজগৎ’ লেখা হয়েছে বিদেশি বিভিন্ন বই ও পত্র-পত্রিকা ঘেঁটে। রোমাঞ্চকর আর ভুতুড়ে ঘটনাগুলো পড়ে গায়ের লোম দাঁড়িয়ে যাবে পাঠকের।
এদিকে শিকারকাহিনী ‘ওয়ান ম্যান অ্যাণ্ড আ থাউজ্যাণ্ড টাইগার্স্’ এর মূল লেখক ভারতের বিখ্যাত শিকারি কর্নেল কেশরী সিং। ত্রিশ বছরের বেশি ভারতের জঙ্গলে বাঘের পিছনে ছুটেছেন কর্নেল কেশরী সিং। নিজে শিকার করেছেন, আবার শিকারে নিয়ে গিয়েছেন রাজা পঞ্চম জর্জ, লর্ড মাউন্টব্যাটন, লর্ড রিডিংসহ অনেক বিখ্যাত মানুষকে।
তার ঝুলিতে তাই জমা আছে বাঘ নিয়ে অসাধারণ সব অভিজ্ঞতা। এসব রোমাঞ্চকর অভিজ্ঞতার গল্প নিয়েই এ বইটি। শুধু বাঘ নয়, বইটিতে আছে পাগলা হাতি এবং চিতা বাঘ শিকারেরও চমৎকার সব কাহিনী।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
এনএইচটি