ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

ভালো চলে আইনশাস্ত্র

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
ভালো চলে আইনশাস্ত্র বইমেলায় আইনশাস্ত্রের বইয়ের স্টল/ছবি: সুমন

ঢাকা: অমর একুশে গ্রন্থমেলায় কেবল সাহিত্যরসের সন্ধানেই আসেন না পাঠক, অন্য গ্রন্থের জ্ঞান নিতেও আসেন। আইনশাস্ত্রের মতো কঠিন বিষয়ের পাঠকও নেহায়েত কম নয়।

গ্রন্থমেলার বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, আইনের বইয়ের স্টলগুলোতে ভালো উপস্থিতি পাঠকের। আইনের মারপ্যাঁচ বোঝা তো সহজ কিছু নয়।

তাই ব্যাখ্যাসহ রচিত বইগুলো দ্বারস্থ হতে হয়। এটা যতটা না আগ্রহের, তারচেয়েও বেশি প্রয়োজনের।

কারো হয়তো অর্পিত সম্পত্তি সংক্রান্ত ঝামেলা, কেউ সমস্যায় পড়েছেন ওয়ারিশ নিয়ে। কারো আবার শ্রম আইন, ভূমি আইন, কোম্পানি আইনের ব্যাখ্যা প্রয়োজন। কেউবা খুঁজছেন ক্রিমিনাল ল বা ফৌজদারি আইনের তাবৎ ব্যাখ্যা।

মেলার স্টগুলোতে দেখা যায়, কেবল বলবৎ আইনের ব্যাখ্যা নিয়ে রচিত গ্রন্থই তারা আনেননি, বিশ্ববিদ্যালয়ের পাঠসূচির বইয়ের সমাহারও রয়েছে। দেশের প্রখ্যাত আইনজীবী, বিচারক আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি বিদেশি খ্যাতমান আইনজ্ঞদের বইও তারা এনেছেন।

আইনশাস্ত্রের মধ্যে বেশি চলছে পুলিশ প্রবিধানমালা, জমির প্রচলিত আইন, প্রিন্সিপালস অব হিন্দু ল, হিন্দু আইন, সাক্ষ্য আইন, পুলিশ রেজ্যুলেশন, পুলিশ কেস, পুলিশি তদন্ত, ম্যাজিস্ট্রেটদের ক্ষমতা, অর্পিত সম্পত্তি প্রত্যর্পন আইন, ছুটির বিধিমালা, মটরযান আইন, চাকরি বিধিমালা প্রভৃতি।

আনোয়ার হোসেন নামে এক ব্যবসায়ী বাংলানিউজকে বলেন, কোম্পানি আইন এবং শ্রমিক আইনের উপর কয়েকটি বই নিয়েছি। ব্যবসা করতে হলে নিজেরও কিছু আইন-কানুন এবং তার ব্যাখ্যা জানা উচিত।

একটি বাম ছাত্র সংগঠনের কর্মী রিফাত রহমান বলেন, শ্রম আইন ও ভূমি আইনের উপর বই নিয়েছি। মানুষের অধিকার রক্ষায় কাজ করতে হলে এসব বই কাজে লাগে।

কেবল আইনশাস্ত্রই বাজারে আনে এমন প্রকাশনী, কামরুল বুক হাউজের ম্যানেজার মোহাম্মদ মিলন। তিনি বাংলানিউজকে বলেন, আইনের বই ভালো চলে। মূলত প্রয়োজন থেকেই মানুষ এগুলো সংগ্রহ করেন। ভালো চাহিদা আছে।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
ইইউডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।