রোববার (২০ জানুয়ারি) বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেছে বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ।
একাডেমি সূত্রে জানানো হয়, একুশে বইমেলা উদ্বোধনের সময় প্রতি বছরই বিশিষ্ট ব্যক্তিকে সম্মানিত অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়।
বিশিষ্ট ভারতীয় বাঙালি কবি ও সাহিত্য সমালোচক শঙ্খ ঘোষ একজন বিশিষ্ট রবীন্দ্র বিশেষজ্ঞও। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, এ আমির আবরণ, ঊর্বশীর হাসি, ওকাম্পোর রবীন্দ্রনাথ ইত্যাদি উল্লেখযোগ্য। অন্যদিকে মোহসেন আল-আরিশী মিশরের বিখ্যাত সাংবাদিক ও কথাসাহিত্যিক।
ফেব্রুয়ারির প্রথম দিনে রাজধানী ঢাকায় শুরু হতে যাওয়া অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
এইচএমএস/এএ