বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের ৩৪২ নং স্টলে গিয়ে দেখা গেছে, রোমান্টিক ধরনের বিভিন্ন বইয়ের সমাহার রয়েছে প্রকাশনীটির।
স্টলের কর্মকর্তা জুয়েল রানা জানান, ভালো লাগা থেকে এরকম নামকরণ।
এছাড়া আনোয়ারা সৈয়দ হকের লিখিত নিঃশব্দতার ভাঙচুর, তাহমিনা ফেরদৌস শুভ্রার মোহিনী। অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে, ইরানী মেয়ে, কবিতা রুখবেই সন্ত্রাস, সুস্থ থাকুন ভালো থাকুন প্রভৃতি।
স্টলটি থেকে মেঘ বালিকাসহ বেশ কয়েকিট বই কিনেছেন র্যাডিসন অ্যাপারেলস লিমিটেডের এমডি এমএ বারিক। বাংলানিউজকে তিনি বলেন, আজেকে এমনিতে ভালোবাসা দিবস। স্টলটি দেখেই চোখ পড়লো। চারটি বই পছন্দ হলো, নিয়ে নিলাম।
মগবাজার থেকে প্রিয়জন নিয়ে আসা মোহাম্মদ মোমিন বলেন, ‘মধ্যবয়স’ ও ‘বয়স কি হবে আঠারো’ বই দুটো কিনেছি। তাকে উপহার দিলাম।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
এসকেবি/এমজেএফ