এরমধ্যে নিয়মিতভাবে গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ, গবেষণা, সংকলন, ভাষা ও সাহিত্য, রেফারেন্স গ্রন্থ, আত্মজীবনী ও স্মৃতিকথা, সাক্ষাৎকার, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, গণমাধ্যম ও চলচ্চিত্র, ভ্রমণ, প্রকৃতি, পরিবেশ, স্বাস্থ্য ও চিকিৎসা, জীবনী গ্রন্থ, শিশু সাহিত্য, অনুবাদ, বিজ্ঞান ও সাইন্স ফিকশনসহ বিচিত্র বই প্রকাশ করে চলেছে প্রকাশনাটি।
এ বছরও প্রকাশনাটি এনেছে প্রায় দেড় শতাধিক নতুন বই।
এছাড়া গল্প ও উপন্যাসের মধ্যে সেলিনা হোসেনের ‘সময়ের ফুলে বিষপিঁপড়া’, সুমন্ত আসলামের ‘এক মায়াবতী আমার’, ইমদাদুল হক মিলনের ‘আমার ভালোবাসার উপন্যাস’ ও ‘কলাপাতা ও লাল জবাফুল’, শেলী সেনগুপ্তার ‘দেরদিনের ঘুম’, মুহম্মদ মনিরুল হুদার সায়েন্স ফিকশন ‘নীল চশমা’ ও ‘হ্যালসিয়ন’, শেখ সাদীর ‘ইসলামে প্রথম’ উল্লেখযোগ্য।
কথাপ্রকাশ কর্তৃপক্ষ বলেন, এ পর্যন্ত এই প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়েছে প্রায় ৮ শতাধিক বই। একই সঙ্গে দেশের নবীন-প্রবীণ প্রতিভার সম্মিলন ঘটিয়ে কথা প্রকাশ বাংলা সাহিত্যকে দেশে-বিদেশে ছড়িয়ে দিতে গ্রহণ করেছে নানামুখী উদ্যোগ। আর এ প্রকাশনী থেকে প্রকাশিত বইয়ের প্রতি পাঠকদেরও রয়েছে বিপুল আগ্রহ।
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
এইচএমএস/এসএইচ