ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

‘একুশে ফেব্রুয়ারি জাতিকে ঐক্যবদ্ধ করেছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
‘একুশে ফেব্রুয়ারি জাতিকে ঐক্যবদ্ধ করেছে’ বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

নেত্রকোণা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, একুশে ফেব্রুয়ারি জাতিকে ঐক্যবদ্ধ করেছে। ভাষা আন্দোলনকে কেন্দ্র করেই মহান মুক্তিযুদ্ধ-স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলাম।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) দিনগত রাত ৯টায় নেত্রকোণা শহরের মোক্তারপাড়া এলাকার পুরাতন কালেক্টরেট মাঠে একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

দুঃখ প্রকাশ করে মন্ত্রী মোজাম্মেল হক আরো বলেন, বাংলা ভাষার প্রচলন যেভাবে সারাদেশে হওয়ার কথা ছিলো, সেটা এখনো আমরা করতে পারিনি।

শহীদের মাসে এই বইমেলা থেকে আশাবাদ ব্যক্ত করবো যেন আমরা বাংলা ভাষার পূর্ণ প্রচলন করতে পারি।

বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, জেলা প্রশাসক (ডিসি) মঈনউল ইসলাম, জেলা পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ফখরুজ্জামান জুয়েল, নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান।

জেলা প্রশাসক (ডিসি) মঈনউল ইসলাম বাংলানিউজকে জানান, 
সৃজনশীল চিন্তা ও মননশীলতার বিকাশে বই প্রতিপাদ্যকে ঘিরে জেলা প্রশাসনের আয়োজনে ছয় দিনব্যাপী এই একুশে বইমেলা শুরু হয়েছে।

মেলার মাঠে মুক্তমনা মঞ্চে প্রতিদিন চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নাচ-গান, কবিতা আবৃত্তি হবে। পরে প্রতিযোগীদেরকে পুরষ্কৃত করা হবে। মেলায় ২১টি স্টল স্থান পেয়েছে। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ছয় দিনব্যাপী এই বইমেলার শেষ হবে।

বইমেলার উদ্বোধনের আগে মন্ত্রী, প্রতিমন্ত্রী মেলা প্রাঙ্গণে অংশ নেওয়া বিভিন্ন বইয়ের স্টল পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ২৩২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।