ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

বইমেলায় রশিদ হারুনের ‘সময় ভেসে যায় বৃষ্টির জলে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
বইমেলায় রশিদ হারুনের ‘সময় ভেসে যায় বৃষ্টির জলে’ বইমেলায় কবি রশিদ হারুনের ‘সময় ভেসে যায় বৃষ্টির জলে’

ঢাকা: প্রেম, বিরহ, অভিমান আর দ্রোহের কবিতা নিয়ে বইমেলায় প্রকাশিত হয়েছে গীতিকবি রশিদ হারুনের (জিএম হারুন রশিদ) কাব্যগ্রন্থ ‘সময় ভেসে যায় বৃষ্টির জলে’।

অমর একুশে গ্রন্থমেলায় বইটি প্রকাশ করেছে অন্বয় প্রকাশ। লেখকের দ্বিতীয় এ গ্রন্থের প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ।

বইটি পাওয়া যাবে অন্বয় প্রকাশের ২৬৬ নম্বর স্টলে।

এর আগে একুশে গ্রন্থমেলা ২০১৮ এ আফসার ব্রাদার্স থেকে প্রকাশ হয় কবির প্রথম কাব্যগ্রন্থ ‘ভাল থেকো মনোলীনা’। একই শিরোনামে নামে একটি আবৃত্তি অ্যালবাম বাজারে এসেছে।

কবি রশিদ হারুন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় জীবন থেকেই তার লেখালেখির শুরু। কাব্যচর্চার স্বীকৃতিস্বরূপ ২০১৮ সালে তিনি ‘মৌলিক কমিউনিকেশন গুণীজন সম্মাননা’ অর্জন করেন।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
এইচএমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।