৫২’র ভাষা আন্দোলনের কথা চিন্তায় রেখে কবি এই গ্রন্থের ৫২টি কবিতায় একজন মেয়ে কিংবা কন্যাশিশু, একজন নারী বিভিন্নরূপে যেন মিশে গেছেন, অন্যদিকে শিশু ও নারীও যেন কবিতার সঙ্গে মিলেমিশে রচনা করেছে এক অদ্ভুত বন্ধন। যে বন্ধন নানা কবিতার ভাব ও আধারে ভালোবাসা, সমতা ও সাম্যের কথা ব্যক্ত করেছে, ব্যক্ত করেছে- বিশ্বভ্রাতৃত্ববোধ ও বিশ্বমানবতার জয়গান।
এর আগে তার আরও তিনটি কবিতাগ্রন্থ প্রকাশিত ও বিভিন্ন পরিসরে সমাদৃত হয়েছে। এ বছর তার একটি কবিতাগ্রন্থের ইংরেজি অনুবাদও প্রকাশিত হয়েছে।
আন্তর্জাতিক একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির বাইরে তিনি লেখালেখি ও গবেষণাধর্মী কাজেও যুক্ত। সংগঠনচর্চা তার প্রিয় একটি বিষয়। সেইসূত্রে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠনের সঙ্গেও তিনি সক্রিয়ভাবে কাজ করছেন।
৮০ পৃষ্ঠার এ গ্রন্থটির মূল্য ধরা হয়েছে ২০০ টাকা। বইমেলা ছাড়াও গ্রন্থটি অনলাইনে মিলবে। প্রকাশ করেছে আগামী প্রকাশনী।
বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
এএ