ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

মেলায় বিধান চন্দ্র পালের নতুন গ্রন্থ ‘নারীকাব্য’

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
মেলায় বিধান চন্দ্র পালের নতুন গ্রন্থ ‘নারীকাব্য’ নারীকাব্যের প্রচ্ছদ

ঢাকা: মেলায় এসেছে কবি, আবৃত্তিকার, লেখক, গবেষক ও সাংস্কৃতিককর্মী বিধান চন্দ্র পালের নতুন কবিতার বই ‘নারীকাব্য’।

৫২’র ভাষা আন্দোলনের কথা চিন্তায় রেখে কবি এই গ্রন্থের ৫২টি কবিতায় একজন মেয়ে কিংবা কন্যাশিশু, একজন নারী বিভিন্নরূপে যেন মিশে গেছেন, অন্যদিকে শিশু ও নারীও যেন কবিতার সঙ্গে মিলেমিশে রচনা করেছে এক অদ্ভুত বন্ধন। যে বন্ধন নানা কবিতার ভাব ও আধারে ভালোবাসা, সমতা ও সাম্যের কথা ব্যক্ত করেছে, ব্যক্ত করেছে- বিশ্বভ্রাতৃত্ববোধ ও বিশ্বমানবতার জয়গান।

এর আগে তার আরও তিনটি কবিতাগ্রন্থ প্রকাশিত ও বিভিন্ন পরিসরে সমাদৃত হয়েছে। এ বছর তার একটি কবিতাগ্রন্থের ইংরেজি অনুবাদও প্রকাশিত হয়েছে।

আন্তর্জাতিক একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির বাইরে তিনি লেখালেখি ও গবেষণাধর্মী কাজেও যুক্ত। সংগঠনচর্চা তার প্রিয় একটি বিষয়। সেইসূত্রে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠনের সঙ্গেও তিনি সক্রিয়ভাবে কাজ করছেন।

৮০ পৃষ্ঠার এ গ্রন্থটির মূল্য ধরা হয়েছে ২০০ টাকা। বইমেলা ছাড়াও গ্রন্থটি অনলাইনে মিলবে। প্রকাশ করেছে আগামী প্রকাশনী।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।