তবে ঘণ্টা পেরুতে না পেরুতেই বইমেলায় হানা দেয় বৃষ্টি। এতে কপাল পুড়েছে প্রকাশক-বিক্রেতাদের।
কুষ্টিয়া থেকে বইমেলায় এসেছেন জসিম উল্লাহ আল হামিদ। বাংলানিউজকে তিনি বলেন, প্রথম থেকেই মেলায় আসার ইচ্ছে ছিলো। তবে আসতে এবার একটু দেরিই হয়ে গেছে! ভালো লাগছে যে, প্রাণের মেলায় আসতে পেরেছি। কিন্তু বৃষ্টির কারণে জমজমাট বইমেলা এবার আর দেখা হলো না।
বইমেলায় বৃষ্টির বাগড়া প্রসঙ্গে ইন্তামিন প্রকাশনীর প্রকাশক এসএম ইউনূস বলেন, গত কয়েক দিনের বৃষ্টিতে এমনিতেই বেশ ক্ষতি হয়েছে। আজকের বৃষ্টিতে সেই ক্ষতিটা আরো বেড়ে যাবে।
এদিকে বইমেলা প্রাঙ্গণে বৃষ্টি উপভোগ করতেও মুখিয়ে আছেন কেউ কেউ। বইমেলার প্রিয় প্রাঙ্গণে একটি বারের জন্য হলেও বৃষ্টিস্নান করতে চান তারা।
বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
এসকেবি/এমজেএফ