বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকেই মেলায় প্রবেশের জন্য দীর্ঘলাইন দেখা গেছে বইমেলা প্রাঙ্গণে। অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার (২৭ ফেব্রুয়ারি) মেলা অনেক আগেই শেষ হয়ে যাওয়ায় বৃহস্পতিবার একটু আগেই দ্বার খোলা হতে পারে ভেবে তারা আগেভাগেই এসে হাজির হয়েছেন।
এদিকে গতদিনের বৃষ্টির রেশ কাটতে না কাটতেই বেলা ২টা ১৫ মিনিটের দিকে আবারো বৃষ্টি এসে হানা দেয় গ্রন্থমেলা চত্বরে। এদিন মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, সোহরাওয়ার্দী ও বাংলা একাডেমি প্রাঙ্গণে অনেক স্টলের সামনেই জমে আছে পানি। অনেকেই বই বের করে রোদে দিয়ে শুকাচ্ছেন। কিছু স্টল ও প্যাভিলিয়ন বাতাসে হালকা ক্ষতিগ্রস্ত হলেও এদিন সেগুলোকে মেরামত করতে দেখা গেছে।
তবে এই সবকিছু ছাপিয়ে মেলার সময় বাড়ানো হবে না বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী। বাংলানিউজের সঙ্গে কথা হলে তিনি বলেন, মেলার সময় বাড়ানো হচ্ছে না। তবে আবহাওয়া প্রতিকূলে থাকলে সমাপনী অনুষ্ঠান যেহেতু সাড়ে ৯টা পর্যন্ত হবে, সেহেতু ক্রেতারা সেই সময় পর্যন্ত সময় পাবেন।
বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
এইচএমএস/আরআর