বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খুলনার বয়রা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে একুশে বইমেলার সমাপনীতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তৃতায় কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, মানুষের একমাত্র সঙ্গী হলো বই। আলোকিত মানুষ হতে বইয়ের কোনো বিকল্প নেই। বইয়ের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। একুশ আমাদের অহংকার, একুশ আমাদের চেতনা। একুশের পথ ধরেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে।
তিনি বলেন, খুলনাকে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন নগরীতে পরিণত করতে হলে সবার জনসচেতনতা বাড়াতে হবে। আগামী দু’মাসের মধ্যে খুলনাকে মাদকমুক্ত ঘোষণা করা হবে। মাদকের বিরুদ্ধে অভিযান চলবে। ইতোমধ্যে ২২টি খাল দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশেষ অতিথি ছিলেন কেএমপির (ভারপ্রাপ্ত) পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান ও রবি আজিয়াটা লিমিটেডের রিজিওনাল ম্যানেজার মো. এনামুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. ইকবাল হোসেন। স্বাগত জানান বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক ড. মো. আহসান উল্যাহ।
পরে মেয়র বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
সমাপনী অনুষ্ঠান আজ হলেও মেলা ১ মার্চ (একদিন) পর্যন্ত বাড়ানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
এমআরএম/এএ