বুধবার (১৯ ফেব্রুয়ারি) বইমেলায় বিভিন্ন প্রকাশনা সংস্থা ও বই বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ চিত্রই উঠে এসেছে।
বইমেলার আয়োজক বাংলা একাডেমির মেলাসংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত এবারের মেলায় মোট প্রকাশিত বইয়ের সংখ্যা ২ হাজার ৬২২টি।
মেলায় অংশ নেওয়া অনিন্দ্য প্রকাশ, প্রথমা, পাঞ্জেরী পাবলিকেশন্স, জার্নিম্যান বুকস, অন্বেষাসহ বেশ কয়েকটি প্রকাশনা সংস্থার সঙ্গে কথা বলে জানা যায়, মেলায় সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে উপন্যাসের বই। এর পাশাপাশি আছে সায়েন্স ফিকশন, থ্রিলার, অনুবাদ ও শিশুতোষ বই।
কবিতার বই কেমন বিক্রি হচ্ছে জানতে চাইলে প্রকাশক ও বিক্রেতারা জানান, অন্যান্য বইয়ের তুলনায় কবিতার বই অনেক কম বিক্রি হচ্ছে।
কবিতার বই বিক্রি কমে যাওয়ার কারণ জানতে চাইলে প্রকাশকরা জানান, সোশ্যাল মিডিয়ার এই যুগে আসলে সিরিয়াস টাইপের পাঠক আগের তুলনায় অনেক কমে গেছে। এ কারণেই হয়তো কবিতার বইয়ের পাঠক কম। এছাড়া বর্তমানে কবিতার যে বইগুলো প্রকাশিত হচ্ছে এর মধ্যে হাতে গোনা কয়েকজন কবির বই ছাড়া বেশিরভাগ বই-ই মানসম্মত নয়। সব মিলিয়েই কবিতার বইয়ের বিক্রি কম।
বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
আরকেআর/এইচজে