ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

ভোলায় ৭ দিনের একুশে বইমেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২০
ভোলায় ৭ দিনের একুশে বইমেলা

ভোলা: মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস-২০২০ উপলক্ষে ভোলায় সাত দিনের অমর একুশে বইমেলা শুরু হয়েছে। 

জেলা প্রশাসনে আয়োজনে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে শহরের ওবায়দুল হক মহাবিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মো. মাসুদ আলম ছিদ্দিক।

এসময় জেলা পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সার, স্থানীয় সরকার বিভাগ উপ-পরিচালক মাহামুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (স্বার্বিক) আতাহার মিঞা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অধ্যক্ষ শাফিয়া খাতুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুন আল ফারুক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিতাব রায় অপুসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন শেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।  

মেলায় মোট ১৬টি স্টল স্থান পেয়েছে। উদ্বোধনী দিনেই মেলায় বইপ্রেমী পাঠকদের সমাগম ছিল চোখে পড়ার মতো।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।