বুধবার (২৬ ফেব্রুয়ারি) অমর একুশে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে প্রকাশনাটির প্যাভেলিয়ন ঘুরে দেখা যায়, এবারও প্রকাশনাটি বই মেলাতে হাজির হয়েছে জ্ঞানভিত্তিক বিভিন্ন বই নিয়ে।
এবারের গ্রন্থমেলায় ইউপিএল থেকে ইমতিয়াজ আহমেদ সম্পাদিত ‘উইমেন, ভেইলিং এ্যান্ড পলিটিকস: দ্যা সাউথ এশিয়ান কাউনড্রাম’, আজমল সোবহানের ‘জার্নি টু সাইলেন্স মেমরিজ অব এ সার্জন’ এবং মোহাম্মদ তাজউদ্দিন খান এবং মোহাম্মদ সাজেদুর রহমান সম্পাদিত ‘নিওলিবেরাল ডেভলপমেন্ট ইন বাংলাদেশ: পিপল অন দ্যা মার্জিনস’ বইগুলো অন্যতম।
এছাড়া আফসান চৌধুরীর ‘গ্রামের একাত্তর’, হাসান আল জায়েদ ও রায়হান রহমান অনূদিত গ্রন্থ ইয়ান আলমন্ডের ‘নীরদ সি চৌধুরীর মন: ইসলাম, সাম্রাজ্য ও হারানোর বেদনা’, আনন্দময়ী মজুমদার অনূদিত অঁতোয়ান দ্য সৎ এর একজ্যুপেরির অনুবাদ গ্রন্থ ‘ছোট্ট রাজপুত্র’ বইগুলোও পাঠক নন্দিত। সঙ্গে ইউপিএলের অন্য বইয়ের সম্ভার তো আছেই।
নিজেদের বই নিয়ে ইউপিএল কর্তৃপক্ষ জানায়, একাডেমিক ও গবেষণামূলক প্রকাশনায় বাংলাদেশে অগ্রগামী প্রকাশনা হিসেবে ইউপিএল এ দেশের শ্রেষ্ঠ পণ্ডিত ও সাহিত্যিকদের রচনার সম্ভার গড়ে তুলেছে। বাংলাদেশ সম্পর্কে গবেষণার জন্য ইউপিএল প্রকাশনাকে পৃথিবীব্যাপী মূল্যবান তথ্য উৎস হিসেবে বিবেচনা করা হয়, বিদ্বান গবেষকরা এসব বই ব্যবহার করে থাকেন। এছাড়া কবি, কথাশিল্পী ও গল্পকার, যাদের অধিকাংশই বাংলাদেশি, তাদের অনন্য সাধারণ বইয়ের সমন্বয়ে তৈরি হয়েছে ইউপিএল প্রকাশিত সাহিত্যমূলক বইয়ের তালিকা।
বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
এইচএমএস/এইচএডি/