ঢাকা: এবারের অমর একুশে বইমেলায় বেরিয়েছে কবি ও গীতিকার তানবীর সাজিবের প্রথম কবিতার বই ‘মন হারাবে যখন। ’
৫২টি কবিতা নিয়ে বইটি এনেছে আজব প্রকাশ, যা পাওয়া যাচ্ছে ১২৩ নম্বর স্টলে।
দুই দশকেরও বেশি সময় ধরে ফার্মাসিউটিক্যালস সেক্টরে কাজ করছেন তানভীর। ২০১০ সালে গীতিকবিতা লেখা শুরু করেন তিনি। তার গীতিকবিতায় কষ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার, অর্ণব, এলিটা ও পার্থ বড়ুয়ার মতো জনপ্রিয় শিল্পীরা।
নতুন বইয়ের মোড়ক উন্মোচন ছাড়াও সম্প্রতি একই শিরোনামে একটি গান প্রকাশিত হয়েছে আজব রেকর্ডস থেকে। গানটিতে সুর ও কন্ঠ দিয়েছেন জয় শাহরিয়ার।
বইয়ের পাঠক রাহিদুল ইসলাম বলেন, কিছু কিছু কবিতা আছে যেগুলো মনের গভীরে গিয়ে স্পর্শ করে। একের পর এক দৃশ্য সাজায়, রেখে যায় রেশ। ‘মন হারাবে যখন’ তেমনই একটি কবিতার বই।
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
এমএম/এনএসআর