ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বইমেলা

বেরোবিতে ছয় দিনব্যাপী বইমেলার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
বেরোবিতে ছয় দিনব্যাপী বইমেলার উদ্বোধন

রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছয় দিনব্যাপী বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।  

রোববার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয় স্বাধীনতা স্মারক মাঠে অতিথিরা বইমেলার উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গুনগুন এবং রণন এর যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ ফিতা কেটে বইমেলার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর সিটি করপোরেশনের মেয়র মুস্তাফিজুর রহমান মোস্তফা প্রধান অতিথি এবং বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. মতিউর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন। গুনগুনের সভাপতি উমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে কলা অনুষদের ডিন ও সাংস্কৃতিক সংগঠন রণনের সভাপতি অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক সাব্বীর আহমেদ চৌধুরী, লেখক রানা মাসুদ, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আলী, সাংবাদিক সমিতির সাধারণ-সম্পাদক ইভান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বছর বইমেলাটি বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক চত্বরে আয়োজন করা হয়েছে। মেলায় বিভিন্ন প্রকাশনী সংস্থাসহ ২৭টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলার পাশাপাশি প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।