ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

ক্যারিয়ার

লাখ টাকা বেতনে ইরিতে চাকরি

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, মার্চ ১, ২০২৩
লাখ টাকা বেতনে ইরিতে চাকরি

আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশের চলমান প্রজেক্টে লোকবল নিয়োগ দেবে।

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্ট-গ্রেইন কোয়ালিটি। পদের সংখ্যা: নির্ধারিত না।  

আবেদন যোগ্যতা: অ্যাগ্রিকালচার/বায়োকেমিস্ট্রি বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রিসহ গ্রেইন কোয়ালিটি অ্যানালাইসিসে কমপক্ষে ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

অথবা গ্রেইন কোয়ালিটি, নিউট্রিশন, বায়োকেমিস্ট্রি বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিসহ গ্রেইন কোয়ালিটি অ্যানালাইসিসে ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।  

গ্রেইন কোয়ালিটি, নিউট্রিশন, বায়োকেমিস্ট্রি বা এ ধরনের বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে। গবেষণা ও যোগাযোগে দক্ষ হতে হবে। কম্পিউটার চালনায় পারদর্শীসহ উপস্থাপনায় দক্ষ হতে হবে।

বেতন সুযোগ-সুবিধা: মাসিক মূল বেতন ৫৪,৮৮৩-১,০১,১৬৭ টাকা। মাসিক বেতন ছাড়াও রয়েছে মূল বেতনের ৩০ শতাংশ বাসাভাড়া, যাতায়াত ভাতা ১২ হাজার টাকা, দুটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, মাতৃত্বকালীন ভাতা মাসে ২ হাজার টাকা (৯ মাস) ও বছরে ১৬ হাজার ডলারের স্বাস্থ্যবিমা সুবিধা আছে।

যেভাবে আবেদন: প্রার্থীদের অনলাইনে এ লিংকের মাধ্যমে আবেদন করতে হবে।  

আবেদনের শেষ তারিখ: ১২ মার্চ ২০২৩।

বাংলাদেশ সময়: ০৮২০ ঘণ্টা, মার্চ ০১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।