ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্যারিয়ার

ডাচ-বাংলা ব্যাংকে চাকরির সুযোগ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৬ ঘণ্টা, মে ৯, ২০২৩
ডাচ-বাংলা ব্যাংকে চাকরির সুযোগ

ঢাকা: ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশনে লোকবল নিয়োগ দেবে।

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: জুনিয়র চ্যানেল অফিসার।  
পদসংখ্যা: নির্ধারিত না।  
আবেদন যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয়/কলেজ থেকে যে কোনো বিষয়/বিভাগে স্নাতক পাস।

যে কোনো ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, এনজিও, সরকারি অফিস অথবা অন্য কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানে কমপক্ষে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ তারিখে সর্বোচ্চ বয়স ৩৩ বছর। চূড়ান্ত নিয়োগের পর চাকরির জন্য নির্বাচিত প্রার্থীকে সারাদেশে সম্প্রসারিত যে কোনো ফাস্ট ট্র্যাকে পদায়ন করা হবে।

বেতন ও সুযোগ-সুবিধা: এক বছর শিক্ষানবিশকালে সর্বসাকল্যে বেতন ৩০,০০০ টাকা। শিক্ষানবিশকাল শেষে বেতন ও অন্যান্য সুবিধা ব্যাংকের নীতিমালা অনুসারে প্রযোজ্য হবে।

যেভাবে আবেদন: আগ্রহীদের একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, সব পরীক্ষার সনদপত্র ও চাকরির অভিজ্ঞতার প্রমাণপত্র স্ক্যান করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ: ৩১ মে, ২০২৩।

বাংলাদেশ সময়: ০৭৫৩ ঘণ্টা, মে ০৯, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।