ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যারিয়ার

আবীর শওকত হায়াতের নতুন বই ‘নেতৃত্বের ধারণা, নেতৃত্বের যাতনা’ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
আবীর শওকত হায়াতের নতুন বই ‘নেতৃত্বের ধারণা, নেতৃত্বের যাতনা’ 

 হাতে গোণা কয়েকটা ভালোমানের অনুবাদের বইয়ের সঙ্গে আরও একটি ব্যবস্থাপনা ও নেতৃত্ব বিষয়ক মৌলিক বই যুক্ত হয়েছে। আর সেটি হলো প্রফেশনাল বিষয়ে জনপ্রিয় লেখক আবীর শওকত হায়াতের নতুন বই নেতৃত্বের ধারণা, নেতৃত্বের যাতনা।

বইটি লিখতে লেখক আবীর শওকত হায়াত সময় নিয়েছেন ৭ বছর। বইটিতে লেখক প্রতিটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছেন। লেখক নেতৃত্বের অ্যাকাডেমিক ধারণা এবং কর্পোরেট এর বাস্তব অভিজ্ঞতার আলোকে এর ব্যবহারিক দিকটি সহজ ভাষায় তুলে এনেছেন।  

প্যাট্রিক লিঞ্চিওনি, ব্রায়ান ট্রেসি, ডেল কার্নেগি, জন সি ম্যাক্সয়েল, সাইমন সিনেকের মতো বিদেশি লেখকদের থেকে বিখ্যাত সব লিডারশিপ বিষয়ক বই এবং এর অনুবাদ আমরা পেয়ে থাকলেও বাংলা ভাষায় প্রফেশনাল নেতৃত্ব বিষয়ক মৌলিক বইয়ের সংখ্যা অতি নগণ্য।

বইটিতে ৪টি পর্বে মোট ২৯টি অধ্যায় এবং ২৪টি সেলফ অ্যাসেসমেন্ট টুলস ও রেফারেন্স দেয়া আছে। বইটির পৃষ্ঠা সংখ্যা মোট ২৪৯টি এবং মূল্য ৫২৭ টাকা।  
বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।