পটুয়াখালী: উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। এ কারণে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ কারণে পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুন) দুপুর একটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলায় ১১ দশমিক এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পটুয়াখালী আবহাওয়া অফিস।
জেলার সব মাছ ধরা ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে সকাল থেকে উপকূলীয় এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তীব্র তাপপ্রবাহের পর আজকের বৃষ্টিতে স্বস্তি ফিরেছে জনজীবনে। জেলায় বৃষ্টি অব্যাহত থাকলেও বাতাসের চাপ কিংবা নদ-নদীর পানির উচ্চতা বাড়েনি।
বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, জুন ০৮, ২০২৩
আরএ