ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

হবিগঞ্জে কাটছে আকস্মিক বন্যার শঙ্কা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
হবিগঞ্জে কাটছে আকস্মিক বন্যার শঙ্কা

হবিগঞ্জ: হবিগঞ্জে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত কম হওয়ায় কমেছে নদ-নদীর পানি। ফলে কাটছে আকস্মিক বন্যার শঙ্কাও।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, জেলায় গত ২৪ ঘণ্টায় ৩৪ মিলিমিটার রেকর্ড হয়; তবে এর আগের ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৪৮ মিলিমিটার।

সোমবার (১৯ জুন) দুপুর পর্যন্ত হবিগঞ্জের বাল্লা অংশে খোয়াই নদীর পানি মাপা হয়েছে বিপৎসীমার ২৮ সেন্টিমিটার নিচে। এ সময়ে জেলা শহর অংশে নদীর পানি ছিল ২২৬ অর্থাৎ সোয়া দুই মিটার নিচে।

এর আগে শনিবার (১৮ জুন) রাত ১২টার দিকে বাল্লা পয়েন্টে খোয়াই নদীর পানি বিপৎসীমার চার সেন্টিমিটার নিচে ছিল। এছাড়া আজ দুপুরে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কালনী এবং কুশিয়ারা নদীর হবিগঞ্জ অংশে পানির অবস্থান ৩৩ সেন্টিমিটার নিচে রয়েছে। সেখানে আগের ২৪ ঘণ্টায় আরও বেশি পানি ছিল।

এ তথ্য নিশ্চিত করে পাউবো হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ বাংলানিউজকে বলেন, আগের দিনের তুলনায় হবিগঞ্জের নদ-নদীতে পানির প্রবাহ কম রয়েছে। এ সময়ে নদীর পানি বাড়বে-কমবে এটাই স্বাভাবিক। তবে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত কম হওয়ায় পানি কমে আকস্মিক বন্যার শঙ্কাও অনেকটা কমেছে।  

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।