ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

সৈয়দপুরে তাপমাত্রা ৩৯ ডিগ্রির ঘরে, হাঁসফাঁস জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
সৈয়দপুরে তাপমাত্রা ৩৯ ডিগ্রির ঘরে, হাঁসফাঁস জীবন

নীলফামারী:  নীলফামারীর সৈয়দপুরে তীব্র তাপদাহ ও গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। গরমে ঝরছে ঘাম।

 মানুষের জীবন প্রায় ওষ্ঠাগত। একটুখানি ছায়ার জন্য মানুষ গাছতলায় ছুটছেন।  

অন্যদিকে ঘন ঘন লোডশেডিং মানুষকে বড় বেকায়দায় ফেলেছে। গত কয়েকদিন ধরে এ অবস্থা চলছে এ জনপদে।
   
রোববার (২২ সেপ্টেম্বর) সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, গত কয়েকদিন ধরে সৈয়দপুর ও আশেপাশের তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। রোববার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস।  

তিনি বলেন, আকাশে মেঘ করেছে, কিন্তু কাঙ্ক্ষিত বৃষ্টি হচ্ছে না। কোনো সময় একটুখানি বৃষ্টি তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে।  

এমন তাপমাত্রা আরও কয়েকদিন থাকবে বলে জানান তিনি।  

এদিকে শুধু মানুষ নয়, অতিষ্ঠ হয়ে গেছে গরু-ছাগলসহ অন্যান্য প্রাণীও।

এখানকার কয়েকজন স্কুলশিক্ষক তাপপ্রবাহ চলাকালে স্কুল সকালে করার জন্য অনুরোধ জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।  

এদিকে তৃষ্ণা মেটাতে শরবতের দোকানে ভিড় বাড়ছে।   
তীব্র তাপদাহ উপেক্ষা করেই মাঠেঘাটে কাজ করছেন শ্রমিকরা। যদিও ঠিকমতো কাজ করতে পারছেন না তারা।  

বোরো ধানের খেতেও ফাটল ধরেছে।  

গরমে মানুষের নানা ধরনের অসুখ-বিসুখ হচ্ছে বলে জানান সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার।   

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।