ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

মধ্যরাতে উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানবে ‘দানা’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
মধ্যরাতে উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানবে ‘দানা’

ঢাকা: উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলে ঘূর্ণিঝড় ‘দানা’র অগ্রভাগ আঘাত হেনেছে। বর্তমানে এর কেন্দ্রে গতি উঠে যাচ্ছে ১২৫ কিলোমিটার পর্যন্ত।

তবে মধ্যরাতে ‘দানা’র কেন্দ্র উপকূলে উঠে আসার সময় গতি থাকবে ১২০ কিলোমিটার।

বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অফিস বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এমন তথ্য জানিয়েছে।

ভারতের আবহাওয়া বিজ্ঞানী এম শর্মা জানিয়েছেন, ‘দানা’র কেন্দ্রে বাতাসের গতিবেগ ১২৫ কিলোমিটার পর্যন্ত উঠে যাচ্ছে। মধ্যরাত থেকে শুক্রবার (২৫ অক্টোবর) সকালের মধ্যে উড়িষ্যার পুরী ও পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মাঝখান দিয়ে এটি উপকূল অতিক্রম করবে। উপকূল অতিক্রম করার সময় ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১২০ কিলোমিটার।

স্থলভাগে উঠের আসার পরও এটি ঘূর্ণিঝড়ের শক্তি নিয়ে তাণ্ডব চালাবে। তবে ধীরে ধীরে শক্তি ক্ষয় করে শুক্রবার রাতে নিম্নচাপে পরিণত হবে। এরপর আস্তে আস্তে গুরুত্বহীন হয়ে পড়বে।

এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ জানিয়েছেন, প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, বারিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা, লক্ষীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ২-৩ ফুট অধিক উচ্চতার বায়ু তাড়িত জলোচ্ছাসে প্লাবিত হতে পারে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সব বিভাগে দমকা অথবা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হবে। তবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও শুক্রবার (২৫ অক্টোবর) বিকেল ৩টা পর্যন্ত ভারী (৪৪-৮৮ মিমি/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (≥ ৮৯ মিমি/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

এ ছাড়া রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজাররে দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরে দুই নম্বর সংকেত তোলা হয়েছে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলেও ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরে তোলা হয়েছে এক নম্বর সংকেত।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
ইইউডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।