ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

বাংলাদেশের নতুন অতিথি ‌‌লালবুক চুটকি

বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, স্পেশালিস্ট এনভায়রনমেন্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
বাংলাদেশের নতুন অতিথি ‌‌লালবুক চুটকি ছবি: সংগৃহীত

শ্রীমঙ্গল: আমাদের দেশের পাখির তালিকায় স্থান করে নিলো নতুন একটি পাখি। নাম তার লালবুক চুটকি।

এটি ছোট আকৃতির পরিযায়ী পাখি। শীত মৌসুমের শুরুতেই ওরা আমাদের দেশে চলে আসে।

বুক হালকা লাল। অপর পাখি ‘তাইগা চুটকি’র সাথে পাখিটির কিছু সাদৃশ্য রয়েছে।

পাখি পর্যবেক্ষক, বন্যপ্রাণী গবেষক ও বাংলাদেশ বার্ড ক্লাবের কোষাধ্যক্ষ ওমর শাহাদাত বাংলানিউজকে বলেন, লালবুক চুটকির ইংরেজি নাম Red-breasted Flycatcher এবং বৈজ্ঞানিক নাম Ficedula parva। দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশে শুধু তাইগা চুটকি (Taiga Flycatcher) দেখা যেত।

কিছু দিন আগে লালবুক চুটকি দেখা গিয়েছে। তাও আবার ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে।

তিনি আরও বলেন, আগে Taiga Flycatcher কে Red-breasted Flycatcher এর উপ-প্রজাতি হিসেবে ধরা হতো, বিগত কয়েক বছর আগে দু’টি ভিন্ন প্রজাতিতে আলাদা করা হয়েছে। এদের চেনার উপায় হচ্ছে- বাদামি মাথা, লেজের উপরিভাগ বাদামি, ঠোঁটের বেস বিবর্ণ থাকে।

তবে এদের চেনা মোটেই সহজ ছিল না বলেই হয়তো এতদিন সবার দৃষ্টির আড়ালে ছিল ওরা। বাংলাদেশ বার্ড ক্লাবের সহযোগিতায় পাখি-পর্যবেক্ষকদের নিবিড় পর্যবেক্ষণের ফলে বাংলাদেশের জন্য হয়তো আরও কিছু নতুন পাখি আমরা পেয়েও যেতে পারি।

বাংলাদেশ সময়: ০৮৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।