ঢাক: চৌদ্দ হাজার মাইল সাঁতরে নতুন বিশ্বরেকর্ড গড়েছে উত্তর প্রশান্ত মহাসাগরের বিরল প্রজাতির ধূসর এক তিমি। স্যাটেলাইট ট্র্যাকিং ডিভাইসের মাধ্যমে বিজ্ঞানীরা বিষয়টি আবিষ্কার করেছেন।
রাশিয়ার শাখালিন থেকে ডুব দিয়ে মেক্সিকো পর্যন্ত এসে ফিরতি পথ ধরে ‘ভারভারা’ নামের তিমিটি এ রেকর্ড গড়েছে।
২০১১ সালের ২৪ নভেম্বর থেকে ২০১২ সালের ২ ফেব্রুয়ারি পর্যন্ত ১৭২ দিনে তিমিটি এ রেকর্ড গড়লেও, সম্প্রতি বিষয়টি আবিষ্কার করেন বিজ্ঞানীরা।
ডালাস থেকে সিডনি পর্যন্ত সাঁতারের আগের রেকর্ডের চেয়ে পাঁচ হাজার মাইল বেশি সাঁতার কাটে ‘ভারভারা’।
সাতটি ধূসর প্রজাতির তিমির ওপর এ গবেষণা চালান যুক্তরাষ্ট্র ও রাশিয়ার গবেষকরা।
বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৫
জেডএস/