ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

কমলগঞ্জে ধরা পড়েছে বিরল প্রজাপতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
কমলগঞ্জে ধরা পড়েছে বিরল প্রজাপতি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলায় ধরা পড়েছে বিরল প্রজাতির বর্ণিল প্রজাপতি অ্যাটলাসমড (atlasmod)।

নিপুণ কারুকাজের ৮-৯ রঙের বড় আকারের বর্ণিল সাজের এ প্রজাপতিটি শনিবার রাতে উড়ে এসে বসে কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের ধলাইরপাড় গ্রামের আনর মিয়ার বসত ঘরের কারুকাজ খচিত রঙিন দেয়ালে।



প্রজাপতির ডানার দৈর্ঘ্য প্রায় সাড়ে ৪ ইঞ্চির মত। প্রজাপতিটি বাড়ির লোকজনের নজরে এলে মুহূর্তের মধ্যে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে প্রজাপতিটি একনজর দেখার জন্য রাতেই আনর মিয়ার বাড়িতে এলাকার লোকজন ভিড় করেন।

খবর পেয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া বনবিট কর্মকর্তা মনিরুল ইসলাম বর্ণিল এ প্রজাপতিটি বন বিভাগের হেফাজতে নিয়ে যান।

বনবিট কর্মকর্তা আরো জানান, বর্ণিল এ প্রজাপতির নাম অ্যাটলাসমড।   প্রজাপতিটিকে প্রাথমিক পরিচর্চা দিয়ে রোববার লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৩৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।