ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

প্রভুর সঙ্গে কথা বলতেই চিৎকার করে কুকুর

পরিবেশ-জীববৈচিত্র্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৪ ঘণ্টা, জুন ১, ২০১৫
প্রভুর সঙ্গে কথা বলতেই চিৎকার করে কুকুর

ঢাকা: পোষা কুকুরও মাঝে মাঝে কারণ ছাড়া ঘেউ ঘেউ করে থাকে। প্রশ্ন উঠতেই পারে কী বলতে চাইছে সে?

এই প্রশ্নের উত্তর খুঁজতে দীর্ঘদিন ধরে গবেষণা করেছেন বিশেষজ্ঞরা।

ফলও পেয়েছেন।

হাঙ্গেরি’র ইয়তভোস লরেন্ড ইউনিভার্সিটি এবং স্পেনের দ্য টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মাড্রিড এর একদল গবেষক কুকুরের ভাষা বুঝতে একটি কম্পিউটার প্রোগ্রাম তৈরি করেন।

এতে দেখা যায়, কুকুরও তার প্রভুর সঙ্গে যোগ‍াযোগ বা ভাব বিনিময় করতেই পছন্দ করে। আর এর মাধ্যম হিসাবে ‘চিৎকার’ করে সে।

গবেষকরা বলছেন, কেবলমাত্র মনযোগ আকর্ষন করতেই নয়। কুকুরের চিৎকার থেকে এদের লিঙ্গ, বয়স এবং তারা ভীত, আনন্দিত নাকি নিঃসঙ্গ তাও বোঝা যায়।

এর মাধ্যমে কুকুর পুনর্বাসন এবং প্রশিক্ষণের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে বলেও মনে করেন তারা।

গবেষক ডা. তামাস ফারাগো বলেন, কুকুরের স্বর মানুষের জন্য অর্থবহ করবে এমন একটি রোবোট বানানোর চেষ্টা চলছে। এরই মধ্যে প্রায় ৮০০ ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে কুকুরের ডাক রেকর্ড করা হয়েছে।

এরমধ্যে খাবার সামনে রেখে, সামনে দিয়ে অপরিচিত ব্যক্তি হেঁটে যাওয়াসহ ইত্যাদি পদ্ধতিতে। গবেষণায় বিভিন্ন বয়সী ৭টি কুকুর ব্যবহার করা হয়।

কুকুরের বয়স এবং লিঙ্গ শতকরা ৮১ ভাগ গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

বাংলাদেশ সময়: ০১২২ ঘণ্টা,  জুন ০১, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।