ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

পাখিটিকে হাসপাতালে নেওয়া হচ্ছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
পাখিটিকে হাসপাতালে নেওয়া হচ্ছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশাল নগরীর কাশিপুরের গড়িয়ারপাড় এলাকায় সড়কের পাশ থেকে উদ্ধার করা বাজ পাখিটিকে পশু হাসপাতালে নেওয়া হচ্ছে।

দুপুর থেকে পাখিটি চলা-ফেরা ও খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে।



এর আগে বৃহস্পতিবার সকালে শিক্ষার্থী নিয়ে স্কুলে যাওয়ার পথে বাসের চালক সুমন পাখিটিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশ থেকে উদ্ধার করে।

পরে পাখিটিকে কাশিপুর ইউসেফ স্কুলের ইন্সপেক্টর হেদায়েতুন্নবীর জিম্মায় রাখা হয়।

বাস চালক সুমন জানান, সকালে তিনি যখন শিক্ষার্থীদের নিয়ে স্কুলে আসছিলেন তখন ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে কিছু লোক পাখিটিকে ঘিরে উত্ত্যক্ত করছিল। তিনি সেখান থেকে পাখিটিকে উদ্ধার করে আনেন।

তিনি আরো জানান, উদ্ধার করে আনার পরে দেখা যায় পাখিটির ডান পাশের ডানায় গুরুতর জখমের চিহ্ন রয়েছে।

সকাল থেকে দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টায় পাখিটিকে কিছু খাওয়াতে পারেননি তিনি। এমনকি পাখিটি স্বাভাবিক চলাফেরা করতেও পারছেনা।

দুপুরে বন বিভাগে খবর দেওয়া হলে সেখান থেকে লোক এসে পাখিটির দায়িত্ব বুঝে নেয়।

বন বিভাগের ফরেস্ট অফিসার হাবিবুর রহমান পাখিটিকে দেখে বাজপাখি হিসেবে সনাক্ত করেন। পাখিটির ডানপাশের জখম দেখে তিনি বলেন, মনে হচ্ছে তাকে গুলি করা হয়েছে।

তিনি জানান, পাখিটি খাওয়া ও চলা-ফেরা বন্ধ করে দেওয়ায় ওর অবস্থা আশঙ্কাজনক বলে মনে হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।