বৃহস্পতিবার (২০ জুন) সকাল ১০টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে বেলুন উড়িয়ে বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শাহাবুদ্দিন খান।
এরপর অশ্বিনী কুমার হলে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ইকবাল আখতার, বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল হাসান, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সভাপতি কাজল ঘোষ প্রমুখ।
সভার পূর্বে সার্কিট হাউস থেকে বের হওয়া র্যালি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হলের সামনে সম্পন্ন হয়। র্যালিতে নগরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষে পরিবেশের ওপর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া ১৬ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জুন ২০, ২০১৯
এমএস/এএটি