বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে একটি চারা রোপণ করে মেলার উদ্বোধন করা হয়।
এ দিন বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, পৌরসভার মেয়র আবু তাহের, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. বেলাল হোসেন খান ও সহকারী বন সংরক্ষক মো. শাহ্জাহান আলী।
আলোচনা শেষে বৃক্ষমেলা পরিদর্শন করেন অতিথিরা। মেলায় মোট স্টল বসেছে ২৩টি। জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এ বৃক্ষমেলার আয়োজন করেছে।
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৯
এসআর/এইচএডি