অবিরাম বৃষ্টি, বাংলানিউজ ফাইল ফটো
ঢাকা: বাংলাদেশে মৌসুমি বায়ু সক্রিয়। তাই দেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) কিংবা অতি ভারী (৮৯ মিলিমিটার) বৃষ্টিপাত হতে পারে। একইসঙ্গে অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১২ জুলাই) সকালে আবহাওয়া অধিদফতর ভারী বর্ষণের সতর্কবার্তা দিয়ে বলেছে, এ দিন সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম অঞ্চলে। আর এর প্রভাবে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে চট্টগ্রামের কোথাও কোথাও।
বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, জুলাই ১২, ২০১৯
টিএ
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।